চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারীর বাড়ি থেকে সিএনজি চুরি করার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার রাতে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারীর বাড়ি থেকে রাতে সিএনজি চুরি করার চেষ্টা করলে সিএনজির মালিক রুবেল কারী চোরের উপস্থিতি টের পেয়ে বাহিরে আসলে চোর পালিয়ে যায়।
এ বিষয়ে যুবলীগের মো: রুবেল কারী দৈনিক চাঁদপুর খবরকে জানান, এলাকার কিছু কিছু বখাটে ছেলেরা নেশা, জুয়া খেলায় আসক্ত হয়ে গেছে। হয়ত তারা নেশা ও জুয়ার টাকা ম্যানেজ করার জন্য চুরি করার চেষ্টা করছে।
গত মঙ্গলবার আমার বাড়িতে থাকা সিএনজি চুরি করার চেষ্টা করলে আমি বিষয়টি টের পেয়ে যাই। আমি এ বিষয়ে সচেতন মহল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।