চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬জুন (মঙ্গলবার) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর মেরিন একাডেমির অধ্যক্ষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ সহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাগণ।