চাঁদপুর খবর রির্পোট: ইন্সপেক্টর (ওসি) মো.কামরুজ্জামানের সৃজনশীলতায় বদলে গেছে চাঁদপুর নৌ সদর থানা’র চিত্র। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে।
ব্যক্তি হিসেবেও চাঁদপুর নৌ সদর থানা’র ওসি কামরুজ্জামান সদালাপী ও মিষ্টভাষী। তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়া দেখা যায়। সহকর্মীরাও তার আচরণে সন্তুষ্ট।
তিনি এই থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব পুলিশ তবে যে কোন মানবিক কাজের দায়িত্ব পালন করতে গিয়ে ওসি মো.কামরুজ্জামান কখনো ভুলে যায় নাই তার পেশাগত দায়িত্বের কথা। যেকোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তিনি সজাগ আছেন।
থানায় আসলে তিনি সব সময় অসহায় মানুষদের নিয়ে তার পাশে বসিয়ে এক কাপ চা হলেও অন্তত খেয়ে আসতে হয়। তিনি আসলেই একজন মানবিক অফিসার ইন্সপেক্টর (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। মা ইলিশ ও জাটকা নিধন অভিযান বিচক্ষণতার কারণে সফল করেছে, বিপুল পরিমাণ মাদক উদ্ধার,ঘূর্ণিঝড় মোখা প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করেন,ঈদুল ফিতরে যাত্রীদের নিরাপদে যেতে পারে সেই লক্ষ্যে পুলিশ ভূমিকা ছিল প্রশংসনীয়, বর্তমানে লঞ্চ টার্মিনালে ২৪ ঘন্টা পুলিশের ডিউটি চলে যেন যাত্রীদের কোন সমস্যা না হয় সেই দিকে দৃষ্টি রাখে। পুরো লঞ্চঘাট এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনে রেখেছে।
চাঁদপুর নৌ সদর থানা’র ওসি মো.কামরুজ্জামান বলেন,কোনো চাওয়া-পাওয়ার জন্য নয় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো শুরু করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।