ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : কচুয়ায় একই পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোহট গ্রামের মো.আরিফ গাজীর মেয়ে সায়েরা খাতুন আদিবা (০৫) ও একই বাড়ীর বাবুল হোসেনের মেয়ে ইভা আক্তার (০৫) নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখে উভয়কে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তরত চিকিৎসক সায়েরা আক্তার আদিবা ও ইভাকে মৃত ঘোষনা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সায়েরা খাতুন আদিবা ও ইভা আক্তার উভয়ে লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। ইভার মা ইনজিও সংস্থা প্রত্যাশাতে কর্মরত আছেন। এদিকে দুই শিশুর করুন মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে।