জেলা আ’লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী এসডু পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন।সম্মেলনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণার মধ্যে দিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি।

প্রার্থীরা ব্যানার ফেস্টুন ও ফেসবুকের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দিচ্ছে। তবে ইতিমধ্যে যেসব প্রার্থীর নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

জেলা আওয়ামী লীগের এই নেতা দল ও দলের বাইরে অনেকটা ক্লিন ইমেজের ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।

তিনি ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে বর্তমানে জেলা আওয়ামীলীগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তবে আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী যখন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউছুফ গাজী সভাপতি ছিলেন তখন চাঁদপুর জেলা যুবলীগ অত্যন্ত সুসংগঠিত ছিলো।যেকোন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যুবলীগের ছিলো প্রশংসনীয় ভূমিকা। আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন যেকোনো বিপদে আপদে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে।

বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে ছিলো ঠিক সেসময়ও যেকোন দুঃসময়ে দলীয় নেতাকর্মীরা ছুটে যেত তার কাছে।

এখানে একটি বিশেষ সুবিধা ছিলো শহরের একেবারে প্রান কেন্দ্র নতুন বাজারে আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর অফিস থাকায়।কারন নেতাকর্মীরা যেকোন প্রয়োজনে তাকে এখানে আসলেই পেয়ে যেত।দলের বাইরেও ব্যবসায়ী ও সামাজিক ভাবে তার একটি শক্ত অবস্থান রয়েছে।

তিনি চাঁদপুর জেলা কাঠ ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি নতুন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি থেকে শুরু করে বহু ব্যবসা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত । দলীয় নেতাকর্মীদের ধারনা আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলে দল যেমন একধিকে সুসংগঠিত হতে ঠিক তেমনি অতিতের ন্যায় আগামী দিনেও যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যাবে।

 

সম্পর্কিত খবর