মাসুদ হোসেন : চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে অভিযান পরিচালনা করেছেন শাহরাস্তি উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ মে) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলকে ১৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
এছাড়াও একই অপরাধে মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা, জননী পোল্ট্রিকে ৪ হাজার টাকা, মায়ের দোয়া গোস্তের দোকানকে ৩ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় পল্লী ক্লিনিককে দেড় হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন। শাহরাস্তি উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তরের এ যৌথ অভিযানে সর্বমোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে