চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার কর্মচারী এবং চাঁদপুর শহরস্থ তালতলা পাটওয়ারী বাড়ী নিবাসী মো: শিপন পাটওয়ারী আশংকাজনক অবস্থায় পুনরায় চাঁদপুর সদর হাসপাতালের ৩য় তলায় ভর্তি করা হয়েছে।
গতকাল ১৪মে (রবিবার) চাঁদপুর সদর হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়।
এসময় তাকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে ৩য় তলায় যান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। এ সময় হাসপাতালে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আরোগ্যের জন্য সবার নিকট দোয়া কামনা করেন তিনি।
উপস্থিত ছিলেন শিপন পাটওয়ারীর ছোট ভাই সাবেক ছাত্রলীগের নেতা মো: সাইফুল ইসলাম পাটওয়ারী।
উল্লেখ্য, প্রথমে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ডা: বশির সাহেবের তত্ত্বাবধানে তার ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের পর তার অবস্থার অবনতি ঘটেছে। এখন তার অবস্থা সংকটাপন্ন।