চাঁদপুর ডিসি কামরুল হাসানের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শণ

চাঁদপুর খবর রির্পোট: ঘূর্ণিঝড় “মোখা” হতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে অত্র জেলার সদর উপজেলার নদী তীরবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৩মে (শনিবার) চাঁদপুর সদর উপজেলার নদী তীরবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে আসার জন্য অনুরোধ করেন। যারা ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের খোজখবর নেন এবং স্থানীয় চেয়ারম্যানকে খাবার সরবরাহ করার নির্দেশনা দেন।

এছাড়া জেলা প্রশাসক হরিসভার নিকটে নদীভাঙ্গন প্রবন এরিয়া পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান ও অন্যান্যরা।

সম্পর্কিত খবর