আশিকাটির সেনগাঁওয়ে অবৈধ ড্রেজার বন্ধ করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেল আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে অবৈধ মিনি ড্রেজার কার্যক্রম বন্ধ করলেন উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ নির্দেশে আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম দিদার অবৈধ মিনি ড্রেজার বন্ধ করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় সেনগাঁও গ্রামের খান বাড়ির পুকুরের এ ড্রেজার কার্যক্রম বন্ধ করেন তিনি। সেনগাঁও গ্রামের আবু তাহের খানের আবেদনের প্রক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ড্রেজার বন্ধ করার নির্দেশ প্রদান করেন।

জানা যায়, সেনগাঁও গ্রামের ধর বাড়ির সমীর,রাজু, স্বপন, মরইনা, জীবন একই গ্রামের
মৃত রুস্তম খানের ছেলে আবু তাহের, আবুল খায়ের, আবুল বাশার, দুলাল, সোহরাবগংদের সম্পত্তি থেকে জোরপূর্বক তারা ড্রেজার দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অবৈধ মিনি ড্রেজার কার্যক্রম বন্ধ করেন।

আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম দিদার বলেন, সরকার মিনি ড্রেজিং নিষিদ্ধ করেছে। সেনগাঁও গ্রামের আবু তাহের খানের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলা প্রশাসন দ্রুত অবৈধ মিনি ড্রেজার বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন, তাদের নির্দেশনা আমি বাস্তবায়ন করেছে।

উল্লেখ্য আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম দিদার যোগদানের প্রথম দিনই প্রশংসনীয় কার্যক্রম করায় এলাকাবাসী তাকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত খবর