স্বপন কর্মকার মিঠুন ,শাহরাস্তি: শাহরাস্তিতে সকালে সড়ক উদ্বোধন করার পর ওই দিন রাতেই এমপির নামফলক ভাংচুর করেছে দূর্বৃত্তরা। স্থানীয় নেতা কর্মীদের মন্তব্য করে বলেন, সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্তরা এমন দুঃসাহসিকতার মতো ঘটনা ঘটাতে পারে।
জানা যায়, গত ৮ মে সোমবার সকালে চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি – হাজিগঞ্জ নির্বানী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম কোয়ার নুনিয়া পাকা সড়ক উদ্বোধন করেন। ওই দিন রাতে এমপির উন্নয়ন কাজের নামফলক দুর্বৃত্তরা ভাঙচুর করে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আনোয়ার হোসেন বাদি হয়ে শাহরাস্তি মডেল থানা একটি অভিযোগ ডাইয়রী রজু করেছেন। মঙ্গলবার ৯ মে উপজেলার নুনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ৮ মে সোমবার উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। ওই দিন রাতে কে বা কাহারা নামফলকটি ভাংচুর করে।
পরের দিন মঙ্গলবার নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় আমরা দেখতে পাই। এঘটনা নিয়ে যে কোন সময়ে এলাকায় সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার বলেন, এ বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি। ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।