চাঁদপুর খবর রির্পোট: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীতে বঙ্গবন্ধু আবৃতি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে।
গতকাল ৮মে (সোমবার) চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃতি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক রোটা: কাজী শাহাদাত।
সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, কবি ও লেখক রোটা: ডা: পীযূষ কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির মা মরহুমা রহিমা ওয়াদুদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন ও ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি রোটা: উজ্জ্বল হোসাইন।
এসময় অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।