চাঁদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ৮ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, আমরা এ অনুষ্ঠানের আয়োজন করতে খুব অল্পসময় পেয়েছি। রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের সাথে যোগসূত্রের চেষ্টা করবো। ‘আমাদের ছোট নদী’ কবিতাটিতে পুরো বাল্যকালে চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমরা যারা গ্রামে বড় হয়েছি, তার চিত্র পুরোপুরি তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, জমিদারের সন্তান যেহেতু একসময় তিনি জমিদারি দেখাশোনা করতে হয়েছে। জমিদারি প্রথা তাঁকে প্রবুত্ত কখনো গ্রাস করতে পারেনি। সমাজ সংস্কারের বিস্তর আলোচনা করা যায়। তারমধ্যে জমিদারি প্রথার সাথে দরিদ্রের ভূমিকা বিষয়, বাল্য বিবাহেরসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমার মনকে কেন্দ্রিভূত করে উনার সৃষ্টি সম্পর্কে পাঠ করি, তাহলে সমাজ সংস্কার ব্যাপারে বুঝা যাবে। আমাদের মধ্যে শুদ্ধ সংস্কৃতির চর্চা করতে হবে। বাংলা সাহিত্যের রস নিজের মধ্যে নিতে হলে রবীন্দ্রনাথের কিঞ্চিৎ পড়লেই তা পাওয়া যাবে। অমর সৃষ্টি এ গুণি মানুষের সাহিত্যের আবেদন কখনো হারিয়ে যাবে না।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট ছড়াকার ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান এবং নিজস্ব লেখার প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুবুর রহমান সেলিম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক ব্যবস্থাপনায় ও রূপালী চম্পকের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর উপরের প্রদর্শিত আলোক চিত্র ঘুরে দেখেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর