শাহরাস্তিতে টিউবওয়েল ও পাম্প মেশিন চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার : সম্প্রতি শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় টিউবওয়েল ও পাম্প চুরির হিড়িক পড়েছে। ঘটনার প্রতিকার চেয়ে এলাকার লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের বরাবরে প্রতিকার চেয়েও প্রতিকার পাচ্ছে না ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে গত কয়েকদিনে ১৭ টি টিউবওয়েল এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশত টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোর চক্র এসব টিউবওয়েল খুলে নিয়ে গেছে।

এলাকাবাসী এই চুরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক, চোর শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন, না হলে জনগণের নিরাপত্তা ভেঙে পড়বে।

সরেজমিনের জানা যায়,অলক চৌধুরী, শাহপুর,চৌধুরী বাড়ি, খোরশেদ আলম,শাহপুর,জেলে বাড়ি, জয়নাল আবেদিন,শ্রীপুর, গনি হাজি বাড়ি, মো আনোয়ার হেসেন, শ্রীপুর, মিজি বাড়ি, বাবুল ভান্ডারি,শ্রীপুর,ভান্ডারি বাড়ি গংদের টিউবওয়েল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তারা কেউ চোর সনাক্ত করতে পারে নি।

গ্রামের বিভিন্ন জায়গায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্যনীয়। এলাকাবাসীর ধারনা মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকসেবীরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতের বেলায় টিউবয়েলের মাথা চুরি করে বিক্রি করে আসছিল বলে স্থানীয়রা জানান।

 

সম্পর্কিত খবর