চাঁদপুর খবর রির্পোট: ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর মমতাময়ী মায়ের মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছেন ।
৬ মে শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকার কলাবাগানস্থ তার নিজ বাসভবনে মারা যান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে,আর ওয়াদুদ টিপুর গর্ভধারিণী মা রহিমা ওয়াদুদ(৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এক শোক বার্তায় বলেন,আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুক। আমিন।