স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের মিশন রোড চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার কাজের মেয়ে কুলসুমা খাতুনের রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে চাঁদপুর মডেল থানার এসআই রাজন সঙ্গীয় ফোর্স নিয়ে আখি হাউজের চতুর্থ তলা থেকে কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশটি মহানাতদন্তের জন্য পুলিশ থানায় নিয়ে আসে।
নিহত কাজের মেয়ে কুলসুমা খাতুন মাগুরা জেলার আলমগীর বিশ্বাসের মেয়ে।
দীর্ঘদিন যাবত মিশন রোড আঁখি হাউজের চতুর্থ তলার ভাড়াটিয়া মাহমুদা আক্তার বিথীর বাসায় কাজ করতো।
আঁখির মা তার বাবাকে ছেড়ে অন্যত্রে বিয়ে করেছে তাই প্রায় সময় তাকে দেখার জন্য আসতো। বুধবার তার মা দেখা করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বৃহস্পতিবার তার এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।
ভোর রাতে কাজের মেয়ে কুলসুমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
পরবর্তীতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই গৃহ পরিচালিকা কুলসুমা খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি কি কারনে হয়েছে তা এখনো জানা যায়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করলেই প্রকৃত রহস্য উদঘাটন করতে পারবে বলে মনে করছেন সচেতন মহল।
নিহত কুলসুমা আক্তার এর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হলে ফ্রিজিং গাড়ি দিয়ে মাগুরা নিয়ে যাওয়া হয়।
এই ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।