স্টাফ রিপোর্টার : গতকাল ১৭ এপ্রিল সোমবার চাঁদপুর শহরের অনন্যা সুপার মার্কেট এর তৃতীয় তলা রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার শাখার সভাপতি সুলতান মাহমুদ। সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুছ রোকন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার শাখার সহ-সভাপতি মোঃ বশির উল্ল্যাহ্ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আলম নিপু,
সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহিন, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল মানিক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার শাখার কার্যকরী সদস্য মোঃ নাছির উল্ল্যাহ শেখ, মোঃ মোস্তফা খান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ফরিদগঞ্জ উপজেলা বাপসা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান মীর, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান রিয়াদ,
শাহরাস্তি উপজেলা বাপসা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার শাখার সহ-অর্থ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রায়হান বকাউল, ২নং আশিকাটি ইউপি সচিব আবু বকর সিদ্দিক (মানিক), ইউপি সচিব রাজিব দত্তসহ চাঁদপুর জেলাস্থ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, গুয়াখোলা মদিনা জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা সামছুদ্দিন ।