স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকায় মা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল নানপুর মডেল একাডেমীর মাঠে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. বেলায়েত হোসেন বাবুল মিজি।
আওয়ামী লীগ নেতা মো. বেলায়েত হোসেন বাবুল মিজির পিতা মরহুম আব্দুল হক মিজির রুহের মাগফেরাত কামনা ও মায়ের সৃস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক, মাওলানা শহিদ উল্লাহ, হাফেজ মাছুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, আশিকাঠি আইনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুদু পাটওয়ারী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হক, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মিয়াজী, নজমুল ইসলামসহ স্থানীয় প্রায় দুই শাতাধীক রোজাদার ও মুসল্লিরা।