স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক শওকত হোসেন দীপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণঘোষ, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, সহকারী শিক্ষক লোকমান হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সোহেল আহমেদ সোহাগ, অভিভাবক সুমন কুমার দত্ত প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মফিজুর রহমান খান বাদল, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ মাহবুব খান বাবলু, দিলরা নাছরিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা আক্তার, মোঃ মিজানুর রহমান, মোঃ হাসান আহমেদ, রেহেনা আক্তার, রোকসানা আক্তার, মোঃ আবু নাছের, লিটন মজুমদার, আলমগীর হোসেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান।