চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, রোটারিয়ান মৈশাদীর কৃতিসন্তান শেখ মঞ্জুরুল কাদের সোহেল হৃদরোগে আক্রান্ত হয়েছেন।গতকাল ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন ।
জানা গেছে, চাঁদপুরে পরীক্ষা-নিরাক্ষা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ব ডা:মুনতাকীন রোটারিয়ান শেখ সোহেল হৃদরোগে আক্রান্তের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেন এবং হাসপাতালে ভতি হওয়ার পরামশ দেন ।
এ ব্যাপারে রোটারিয়ান শেখ সোহেলের পিতা চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক শিক্ষানুরাগী শেখ আব্দুর রশিদ গতকাল সোমবার দুপুরে দৈনিক চাঁদপুর খবরকে বলেন,প্রাথমিকভাবে ধারনা করছি আমার ছেলে শেখ মঞ্জুরুল কাদের সোহেল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন ।তার সেখানে চিকিৎসা চলছে । এনজিওগ্রাম করার পর বিষয়টি চূড়ান্ত ভাবে বলা যাবে ।
শেখ সোহেলের সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন ।
দোয়া কামনা :
এদিকে চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, রোটারিয়ান মৈশাদীর কৃতিসন্তান শেখ মঞ্জুরুল কাদের সোহেলের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী ।