চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আব্দুর রশিদের নিদেশে গত ১৫এপ্রিল রাতে সদর মডেল থানার এসআই কবির হোসেন সংঙ্গীয় ফোর্সের সহায়তায় সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের মাদক ব্যবসায়ী মো: সোহেল আহম্মেদ মিজি (ভান্ডারী সোহেল) কে গ্রেফতার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীর মো: সোহেল আহম্মেদ মিজি (ভান্ডারী সোহেল) এর পিতা-মৃত বাচ্চু মিজি, মাতা-খাইরুন নেছা, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে,স্থানীয় ভাবে মাদক ব্যবসায়ীর মো: সোহেল আহম্মেদ মিজি (ভান্ডারী সোহেল)এর মাদক বিক্রির গোপন তথ্য উক্ত চাঁদপুর সদর মডেল ওসি আব্দুর রশিদ মহোদয়কে জানালে তিনি ১২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করে । তার আটকের ঘটনায় হামানকদ্দী ও হাফানিয়া গ্রামের মানুষ স্বাগত জানিয়েছে । সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সিএনজি চালক ।তার কাযক্রমে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে ।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে,আটককৃত মাদক ব্যবসায়ী’র বিরুদ্ধে গতকাল ১৬এপ্রিল (রবিবার) চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: কবির হোসেন বাদী হয়ে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় এজহার দায়ের করেছেন। যার মামলা নং-৫৪, তারিখ-১৬এপ্রিল ২০২৩ইং। এর পূর্বে গত ১৫এপ্রিল মাদকব্যবসায়ী’র বিরুদ্ধে জিডি করা হয়। যার জিডি নং-৯১১, তারিখ-১৫এপ্রিল-২০২৩ইং।
আটককৃত মাদক ব্যবসায়ী মো: সোহেল আহম্মেদ মিজি (ভান্ডারী সোহেল) পুলিশের কাছে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।