চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র অভিযানে ৩কেজি গাজাসজ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৪এপ্রিল (শনিবার) চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে ডিএরসির উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ আলামিন (২৬), পিতা-মোঃ ইউসুফ পরমানিক, মাতা-মৃত খালেদা বেগম, সাং-জোনাইল বীর গোপালপুর, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, ২। মোঃ নুরুল আমিন (২৭) গ্রেফতার, পিতা-মোঃ ছায়াদ আহাম্মদ, মাতা-ফারহানা বেগম, সাং-পিরোজপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।