স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ইচলীঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানামা (৪৮) পুরুষ ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর নৌ থানা পুলিশ।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আজ বিকেল সোয়া ৪টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন ডাকাতিয়া নদীর ইচুলী লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পুরুষ এর মৃতদেহ পাওয়াগেছে। মৃত ব্যাক্তির শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নাই। ওই ব্যাক্তির লাশ নদীর জোয়ারে অজ্ঞাত স্থান হতে ভেসে এসেছে এবং গত ২৪ ঘন্টার মধ্যে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরন করছে মর্মে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, মৃত ব্যাক্তির পরনে নীল জিন্স প্যান্ট, নেভিব্লু-সাদা স্টেপ হাফ হাতা গেঞ্জি, মুখে আধা পাকা লম্বা দাড়ি, লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। বর্তমানে মরদেহ থানা হেফাজতে রয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।