স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজিগঞ্জ বাজারের ভিআইপি হাসপাতালে শুক্রবার (১৪ এপ্রিল) শাহনাজ নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত ১২ এপ্রিল ভিআইপি হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেয় প্রসূতি।
প্রসূতির স্বামীর বাড়ি মনতলা গ্রামে। বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার মোল্লারদর সরদার বাড়ি।
শাহনাজের খালাতো ভাই আবুল কাশেম জানান, সকালেও চলাফেরা করতে পেরেছে হাসপাতালে। দুপুরে খাবারের পর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের নিকট আত্মীয়দের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে আহসান হাবীব অরুন ভাই সহ আমরা অনেকে হাসপাতালে গিয়েছি। সেখানে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও পরিবারের প্রয়োজনে নবজাতকের জন্য কোন সহযোগিতার প্রয়োজন হলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
এ বিষয়ে ভিআইপি হাসপাতালের পরিচালক ডা. সুমন জানান, প্রসূতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকালে হাসপাতালে হাঁটাচলা করতে পেরেছে । ধারণা করা হচ্ছে দুপুরে খাওয়ার পর শ্বাসনালীতে খাবার আটকে যায়।