হাইমচর সংবাদদাতা : চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ৭জনকে ১ মাস করে কারাদন্ড এবং ৮ জনকে ৫ হাজার টাকা ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ১৫ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা। জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
১ মাস করে কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-ফয়সাল আহমেদ (২২), বিল্লাল হোসেন (২৬), মো. কামাল (২১), মনির হোসেন বেপারী (২২), মো. আকুমত আলী (৩০), উজ্জল হোসেন (২৮), আনোয়ার হাওলাদার (৪০)।
অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- হাবিবুর রহমান (১৬), বাচ্চু শেখ (৫০), মনির হোসেন (৩৫), খুরশিদ মল্লিক (২৫), আমির হোসেন (২২), সাজু শেখ (৩৫), দেলোয়ার গাজী (২৬)।