স্টাফ রিপোর্টার : নারায়গঞ্জ থেকে চাঁদপুরের মেঘনা দিয়ে খুলনায় যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়া ৩৩০ ড্রাম সয়াবিন তেল ও ৬০০ বস্তা চিনির মধ্যে বেশকিছু উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার বিকেলে জেলার মতলব উত্তরের বেলতলী এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে।
এর আগে গত ১২ এপ্রিল ব্যবসায়ীদের চিনি ও ভোজ্য তেল পরিবহনের সময় ডাকাতের কবলে পড়ে পণ্যবাহী ট্রলার। চাঁদপুরের মতলব উত্তর দশানি লঞ্চঘাট এলাকায় ডাকাত দলের সদস্যরা ট্রলারে থাকা ৫ জনকে হাত পা বেঁধে নদীর পাশে চরে ফেলে দিয়ে ৩৩০ ড্রাম ভোজ্য তেল (সয়াবিন) ও ৬০০ বস্তা চিনি নিয়ে যায়।
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবর আলী খান এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১২ এপ্রিল বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী ট্রলার মতলব উত্তর উপজেলার দশানী লঞ্চঘাট এলাকায় আসলে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার কবলে পড়ে। এ সময় ট্রলারে থাকা মুকবুল গাইয়ুম, মোহাম্মদ হোসেন গাজী, মনির হোসেন, আবুল হোসেন ও জয়নাল আবেদীন নামে ট্রলারের শ্রমিকদের ডাকাতরা হাত পা বেঁধে নদীর পাশে চরে ফেলে দেয়। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
তিনি আরো বলেন, এই ঘটনায় শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদরের ট্রলার মালিক কাদের বেপারী বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনায় ডাকাতি হওয়া ১৩৪ বস্তা চিনি চাঁদপুর সদরে এবং ৪০ ড্রাম ভোজ্যতেল কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ উদ্ধার করে। বাকি মাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ডাকাতি হওয়া মালের মালিকদের মধ্যে খুলনার ব্যবসায়ী সোনালী এন্টারপ্রাইজের প্রদীপ সাহা জানান, ট্রলারে থাকা মালগুলো হচ্ছে-সোয়েব ব্রাদার্স, সাহা ট্রেডিং, সাহা ট্রেডার্স, নিপা এন্টারপ্রাইজ, আরএম এন্টারপ্রাইজ, তপন ট্রেডার্স, রাজীব ট্রেডার্স, ইলিয়াস স্টোর ও সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন ব্যবসায়ীর।
চিনি, ভোজ্য তেলসহ অন্যান্য পণ্য সামগ্রী নারায়ণগঞ্জ থেকে ক্রয় করে আমরা খুলনায় ট্রলার করে নিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে। তবে ট্রলারে থাকা মাল ও ডাকাতি হওয়া মাল এখন পর্যন্ত মিলিয়ে দেখা হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কানুদী বাজারে একটি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় ১১৮ বস্তা ও শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে একই স্থান থেকে ১৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। বর্তমানে চিনির বস্তাগুলো থানা হেফাজতে রয়েছে।