চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৫এপ্রিল (শনিবার) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুর্খাজ্জী ঘাটস্থ মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসা মিলনায়তনে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুনাওয়ার কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আজকে মাইটিভি ১৩ বছর ফেরিয়ে ১৪বছরে পদাপর্ণ করেছে। আজকের দিনে আমি প্রথমেই মাইটিভি চেয়ারম্যান ও পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। মাইটিঁভির সফলতা কামনা করছি। মাইটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। মাইটিভি জনগণের কাছে সঠিক তথ্য ও উন্নয়নের কথা তুলে ধরে। মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কাননের আয়োজনে মাইটিভির জন্মদিন উদযাপন হচ্ছে, খুবই ভালো উদ্যোগে। তিনি সফলতার সাথে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।পবিত্র মাহে রমজানে মাইটিভির এই জন্মদিনে শহরের হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় শিক্ষাথীদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে ।
অনুষ্ঠানে ক্রাইম একশন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জনপ্রিয় অনলাইন পোর্টাল ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক মো: মাসুদ আলম, ক্রাইম একশন নিউজ পোর্টাল এর প্রকাশক বিপ্লব সরকার, গ্লোবাল টিভির চাঁদপুর প্রতিনিধি সুজন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় মোহতামিম হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল ।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুনাওয়ার কানন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় মোহতামিম হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক হাফেজ মাও মোহাম্মদ কাউছার, শিক্ষক হাফেজ মাও আবুল বাশার ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।