চাঁদপুর খবর রিপোর্ট : ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ শুভ নববর্ষ।
১৪৩০ বঙ্গাব্দের ঊষালগ্নে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাবাসীসহ চাঁদপুর জেলাবাসীকে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি।
তিনি নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় নূতন বছরে তাঁর প্রত্যাশার কথা জানিয়েছে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, জঙ্গি, আগুন-সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধীরা পরাজিত হোক, সকল প্রকার বৈষম্য দূর হোক, সবার জীবন সুখময়, শান্তিময়, আনন্দময়, মঙ্গলময় এবং সমৃদ্ধ হোক। শুভ নববর্ষ।