স্টাফ রিপোর্টার :চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ওসমান গাজী নামে এক প্রতিবন্ধীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।
গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ট্রিপল নাইনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ অবশেষে মূল হোতা জলিল গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।
সোমবার দুপুরে মৈশাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড গাজি বাড়ীতে প্রতিবন্ধী ওসমান গাজীকে কুপিয়ে জখম করার ঘটনাটি ঘটে।
এই ঘটনায় আহতের পরিবার বাদী হয়ে চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন।
সম্পত্তিগত বিরোধের জের ধরে আপন জ্যাঠা জলিল গাজী তার প্রতিবন্ধী ভাতিজাকে কুপিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে।
এই ঘটনায় এলাকাবাসী ট্রিপল নাইনের ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারী জলিল গাজী তার ঘরের কারের উপর উঠে বস্তার ভিতর লুকিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঘরের উপর থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আহত ওসমান গাজী জানান, দীর্ঘ বছর যাবত এক পা হারিয়ে মানবতার জীবনযাপন করছে। আপন জ্যাঠা দীর্ঘদিন যাবত বাবার সম্পত্তি দখল করার চেষ্টা চালায়। এই ঘটনায় তিনি পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করার চেষ্টা চালায়। এই হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।