স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন।
গত ১৬ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মিজানুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হন। পুরো চাঁদপুরের দৃষ্টি ছিল ওই নির্বাচনে।
নির্বাচিত মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আগামী ১২ এপ্রিল রোজ বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শপথ গ্রহণ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমতিয়াজ হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, আমি আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের জন্য।
জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি মোহনপুর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন উপহার দিব জনগণকে। আমি যতদিন বেচে থাকব ততদিন মোহনপুর ইউনিয়নবাসীকে সেবা করে যাব। আগামী ১২ এপ্রিল শপথ গ্রহণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন।