স্টাফ রিপোর্টার: চাঁদপুরে কর্মরত ও বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
গত ০৮ এপ্রিল শনিবার সংগঠনের আহবায়ক মোঃ আলমগীর হোসেন বাহার-এর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম গাউস রাসেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
সভায় ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ও গ্র্যান্ড ডিনার পার্টি আগামী ০৬ মে শনিবার চাঁদপুর শহরস্থ রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে চাঁদপুর জেলায় কর্মরত ও বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। সভায় ফোরামের সদস্য বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‘চাঁদপুরে ঢাবিয়ান’ প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য www.facebook.com/চাঁদপুরে ঢাবিয়ান বা Whatsapp Group চাঁদপুরে ঢাবিয়ান
বা সরাসরি আহবায়ক ০১৭৩২৩৫১৬২০,সদস্য সচিব- ০১৬৭৪১১৩৮৭৮,প্রচার সম্পাদক ০১৮২৩৬৬২০৪৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।