চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক ৬কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৮এপ্রিল (শনিবার) চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহরিন হোসেন এবং এএসআই তছলিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন গোবিন্দিয়া সাকিনস্থ হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডবিউটিএ মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল (২৩) কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর পিতার নাম মোঃ খোকন, মাতা-রত্না বেগম, সাং-ভোজেশ্বর (মাতবর বাড়ী), থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্তমানে: মা ভিলা, সাধানার গলি, ৮২/সি (এ), দ্বীননাথসেন রোড, থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা।
এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬কেজি গাঁজা ও ১৫টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।