মতলব উত্তরে পাওনা টাকা পরিশোধ না করায় ছাত্রলীগ নেতাকে মারধর

স্টাফ রিপোর্টার :মতলব উত্তরে দীর্ঘ ৭ বছর যাবৎ থেকে পাওনা টাকা পরিশোধ না করায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খানকে মারধর করেছে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. ফখরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীররা জানান, ঘটনার দিন সন্ধ্যার পর দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সসাধারণ সম্পাদক ইঞ্জি. ফখরুল ইসলাম মিনহাজ উদ্দিন খানের কাছে পাওনা টাকা চান। টাকা চাওয়ার এক পর্যায়ে মিনহাজ খান ফখরুলকে ধাক্কা দেয়, এতে ফখরুলের সাথে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তোজিত হয়ে মিনহাজ খানকে মারধর করে।

এমতাবস্থায় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর মধ্যস্থতায় টাকা পরিশোধ স্বাপেক্ষে বিষয়টি শেষ হয়। পরে মিনহাজ খান ঘটনার স্থান থেকে বাড়ীতে চলে যায়।

এ প্রসঙ্গে ইঞ্জি. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি সত্য। পাওনা টাকা পরিশোধ না করার কারণেই এ ঝামেলার সৃষ্টি হয়েছে।

এব্যাপারে মিনহাজ উদ্দিন খানকে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ করেননি।

 

সম্পর্কিত খবর