চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার এর স্বামী আব্বাস উদ্দিন মল্লিক শংকামুক্ত।
গত ১এপ্রিল (শনিবার) ঢাকা হার্ট ফাউন্ডেশনে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। তিনি এখন কিছুটা শংকামুক্ত রয়েছেন। গতকাল ৭এপ্রিল অসুস্থ্য আব্বাস উদ্দিন এর ওপেন হার্ট চার্জারির বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে জানান, তার স্ত্রী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার।
উল্লেখ্য, গত ১মাস পূর্বে তিনি গুরুতর অসুস্থ্য হলে ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক চিহ্নিত করা হয়।
এদিকে, অসুস্থ্য আব্বাস উদ্দিন মল্লিক এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া কামনা করেছেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।