সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার ও লিয়াকত হোসেন সরকার প্যানেলের ১১ জন প্রার্থী।
৬ এপ্রিল উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা বশির উল্লা সরকার, ডেপুটি কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন সরকার, সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল পাটওয়ারী, সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যাণ, শহিদ ও যুদ্ধাহত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম প্রধান,
সহকারী কমান্ডার (তথ্য ও গবেষণা) বীর মুক্তিযোদ্ধা মোঃ তাফাজ্জল হোসেন, সহকারী কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক, সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা মোঃ আরিফুর রহমান, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,
কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। আগামী ২০ মে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস।