মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাবুরহাটে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ সাত জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে সড়কের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় পূর্ব ও পশ্চিম মূখী যাত্রীবাহী দুই সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এনে চিকিৎসা প্রদান করেন এবং সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের আলাউদ্দিন নামে একজনের অবস্থা খারাপ দেখে ঢাকায় রেফার করা হয়। দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
এদিকে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার এর একমাত্র ছেলে ইমাম সাফিও ছিল। খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীসহ আহত ব্যক্তিদের পরিবারের লোকজন।
ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী এ প্রতিবেদককে বলেন, রাত প্রায় ১২টার দিকে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন মারাত্মক আহত হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে দূর্ঘটনার বিষয়টি এদিন রাতেই চাঁদপুর সদর মডেল থানার ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।