স্টাফ রিপোর্টার : : দুই মাস জাটকা রক্ষার প্রথম মাস শেষ। বিগত বছরের তুলনায় এবার পদ্মা মেঘনায় তিনগুণ বেশি অভিযান পরিচালিত হয়েছে বলে দাবী নৌ-পুলিশের।
বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় হেডকোয়ার্টার, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর নৌ-পুলিশের ১২ টি ইউনিট ২০ টি স্প্রীড বোট নিয়ে অভিযান পরিচালনা করেন।
নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম ও কাইয়ুমুজ্জামানের নেতৃত্বে পদ্মার কাচিকাটা চরে অভিযান চালিয়ে এক কোটি ৮ লক্ষ মিটার কারেন্ট জাল, ৫ টি জেলে নৌকাসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুর নৌ -পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শুধু মাত্র মার্চ মাসে ৬ শতাধিক জেলেকে আটক, ৫ হাজার কেজি জাটকা, সাড়ে ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এতে ৮৪ টি মামলায় ৩০ টির মত মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামানসহ ১২ টি ইউনিটের নৌ-পুলিশের কর্মকর্তাবৃন্দ।