মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের আসন্ন এসএসসি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম গ্রহন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩এপ্রিল (সোমবার) এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এম এম নুরুল হক উবির প্রধান শিক্ষক মো: শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় সভায় অংশগ্রহন করেন, শাহতলী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন পাটওয়ারী, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস,
জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম মোল্লা, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন তপাদার সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।