ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের কান্দিপাড় গ্রামে ভয়াভহ অগ্নিকান্ডে বসত ঘর ও গোয়াল ঘরের গরুসহ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার মধ্য রাতে ওই গ্রামের ফরাজী বাড়ির প্রবাসী আ: রহিমেরে গোয়াল ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এসময় গোয়াল ঘর ও গোয়াল ঘরে থাকা প্রায় ১.৫লক্ষ টাকার গরুসহ বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়।
ফায়ার সার্ভিস স্টিশনের ইনচার্জ মোহাম্মদ মাহাতাব মন্ডল জানান,অগ্নিকান্ডের ঘটনাটি বিষয়ে রাত সাড়ে ১২টা ফোনে খবর পেয়ে ১২টা ৪২ মিনিটে সরজমিনে পৌছি। তবে অগ্নিকান্ড কখন লেগেছে তা আমার জানা নেই।
ক্ষতিগ্রস্থ প্রবাসীর আ: রহিমের স্ত্রী সীমা আক্তার জানান, রাত ১২টার দিকে অগ্নিকান্ডে ঘটনাটির সময় আমি বসত ঘরে ঘুমিয়ে ছিলাম,আগুনের তাপ পেয়ে আমার সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে নিজেদেরকে রক্ষাকরি।
এই অগ্নিকান্ডে গরু, বসত ঘরের আসবাপত্র,নগত টাকা ও স্বর্ণ অংলকারসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগীতা করেন।