চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ৯নং ওয়ার্ডের সরকার বাড়ি নিবাসী শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার এর জেঠা মো: হেদায়েত উল্ল্যাহ সরকার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টায় খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩এপ্রিল (সোমবার) বেলা ১১টা ৫৮মিনিটে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭২বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন, ৬নং মৈশাদী ইউপি’র ৯নং ওয়ার্ডের মেম্বার ও মরহুমের জেঠাতো ভাই মো: ফারুক সরকার, মরহুমের জেঠাতো ভাই মো: মিলন সরকার, মরহুমের জেঠাতো ভাই মো: ফরিদ আহমেদ সরকার,
মরহুমের জেঠাতো ভাই মো: রতন সরকার, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মরহুমের জেঠাতো ভাই মো: লিটন সরকার, মরহুমের জেঠাতো ভাই মো: হোসেন সরকার, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান,
শাহতলী জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক ও খান বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, মরহুমের জেঠাতো ভাই মো: হেলাল সরকার, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: কাকন সরকার, ছাত্রলীগ নেতা মো: রাশেদ সরকার, মরহুমের বড় ছেলে মো: মহিন সরকার, মেঝো ছেলে মো: মঞ্জু সরকার, ছোট ছেলে মো: বিল্লাল সরকারসহ শতশত মুসল্লীগণ।
শোক প্রকাশ
৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ৯নং ওয়ার্ডের সরকার বাড়ি নিবাসী শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার এর জেঠা মো: হেদায়েত উল্ল্যাহ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী । তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।