চাঁদপুর খবর রির্পোট: পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত চাঁদপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে নায়েক হইতে এএসআই (সঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পড়ানো হয়েছে।
গতকাল ৩এপ্রিল (সোমবার) নায়েক হইতে এএসআই (সঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের মোহাম্মদ আনিসুর রহমানকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার বলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করতে হবে। কর্তব্যকালীন সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতা ও মানবিক বোধ’কে কাজে লাগাতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় চাঁদপুর উপস্থিত ছিলেন।