চাঁদপুরে পৃথক অভিযানে ৭০মণ জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর বাজারে ও হাইমচরে ট্রলারে পৃথক অভিযান চালিয়ে ২হাজার ৮০০ কেজি (৭০মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর বাজার এলকায় একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ইজিবাইক থেকে আনুমানিক ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম ।

অপরদিকে রোববার (২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক উপজেলার মেঘনা নদীর আখনের ঘাট নামক এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে তল্লশী করে ২০০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ।

গতকাল বিকেলে উভয় অভিযানে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর বাজারে ও হাইমচরে ট্রলারে পৃথক অভিযান চালিয়ে ২হাজার ৮০০ কেজি (৭০মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সম্পর্কিত খবর