মতলব উত্তর সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ প্রধানিয়াকে হত্যার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা বেগম (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। ২ এপ্রিল রোববার রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
৩ এপ্রিলল গ্রেফতারকৃত আসামি মনোয়ারা বেগমকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মনোয়ারা বেগম লামচরি গ্রামের বাচ্চু প্রধানের স্ত্রী।
মতলব উত্তর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঢাকার ধামরাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেলে নিহত মিরাজের পিতা ও মিরাজ, জসিম উদ্দিন নামের ব্যাক্তির বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব থেকে প্রস্তুত থাকা আসামিরা মিরাজকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় পরদিন ৭ জুন ভোর ৬টায় সে মৃত্যুুবরণ করে।
এ ঘটনায় মিরাজের পিতা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের সেলিম প্রধান, হাশেম বেপারী, আলী এরশাদ, মনোয়ারা বেগম, মতিন মিয়া, ও নান্নু। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকি আসামিরা পলাতক ছিল।
৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা করে জরিমানা করেছে চাঁদপুরের আদালত। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।
২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।