ঢাকা অফিস : কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। সোমবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হন। এর আগে দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় তিনি জামিন পান।
কারামুক্তির পর শামসুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা আমার পাশে ছিলেন। সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার অফিস থেকে শুরু করে দেশের সাংবাদিক সমাজ, আমার ক্যাম্পাসের ছোটভাইয়েরা, যারা আমার সঙ্গে সবসময় ছিলেন। এটা আমার আনন্দের বিষয়।’
স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।
এ মামলায় রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।