ইব্রাহিম খান : রাজবন্দীদের মুক্তি,নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, তেল,গ্যাস,বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল শনিবার সকাল ১১টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান পালন করে তারা।
এর আগে সকাল থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া তার বক্তব্যে বলেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে আমাদের কর্মসূচি চলছে। গণতন্ত্রের নামে সরকার বিগত ১৫ বছর দেশে স্বৈরাতন্ত্র চালাচ্ছে। এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদ নেই। তাদের পেশাগত কাজে ভুল ত্রুটি থাকতে পারেই, সরকার তাদের স্বার্থের জন্য সব পারে।
তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। মানুষ আজ দিশেহারা। এ সরকারকে জ্বীনচালা দিয়ে বিদায় জানাতে হবে। তাদেরকে জনগণ আর চায় না। সরকার আজ বেশামাল। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতি হচ্ছে কোন বিচার নেই। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। রমজানের পর বৃহত্তর আন্দোলন আসছে, সরকারের পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদদীন খান বাবুল,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিমুছ সালাম,সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর।চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,
সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু,চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারী,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ তাফাজ্জল হোসেন,কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক,সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী,জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদল প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া বলেন,জনগণের আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে। আগামী দিনে একদফার বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
তিনি বলেন, এ সরকার জনগণের সরকার নয়,তাই আজকে সরকার বেসামাল। দেশের জনগণের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। জিনিসপত্রের যেই দাম, তারা জনগণের পকেট কেটে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে । সরকার প্রধানসহ যারাই সরকারে আছেন তারা সবাই দুর্নীতি লুটপাট ও পাচারের সাথে জড়িত।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অতি উৎসাহী হবেন না। এদেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতনের যোগান হয়। আপনারা জনগণের ভাষা বুঝুন, মানুষ কি বলতে চায়।
জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। অবিলম্বে জিনিসপত্রের দাম কমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। রিজভী আহমেদসহ সকল রাজবন্দীকে মুক্তি দিন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। মনে রাখবেন ইচ্ছা করলেই আপনারা প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইলেকশন করতে পারবেন না।