চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় চরাঞ্চলের দুই লিটার দুধে ১ লিটার পানি!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের উৎপাদিত দুধ চাহিদা মিটে শহর অঞ্চলের মিষ্টির দোকান ও বাসিন্দাদের। কিন্তু এসব দুধে অধিক মুনাফা অর্জনের জন্য এক শ্রেনীর ব্যবসায়ী দুই লিটার দুধের সাথে এক লিটার পানি মিশ্রিত করেন। এমনটি প্রমাণিত করে ব্যবস্থা গ্রহণ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযানের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এসব তথ্য ভিডিও ক্লিপসহ তার ব্যাক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তিনি লিখেছেন “ ভজাল দুধ বা দুধে অতিরিক্ত পানি মিশানো প্রতিরোধে চাঁদপুর সদরের বড় স্টেশন এলাকায় শরিয়তপুর বা মেঘনার ওপার থেকে নিয়ে আসা দুধের উপরে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের একটি টিম,সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

যেসব দুধ ব্যবসায়ীর দুধ ল্যাক্টোমিটারে টেস্ট করে অতিরিক্ত পানি মিশানো প্রমাণিত হয়েছে তাদের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।”

 

সম্পর্কিত খবর