আশিকাটিতে ব্রীজের নির্মাণ কাজ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার : : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনয়নের ১নং ওয়ার্ডে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের দক্ষিণে আমিন মাস্টারের বাড়ির পাশের খালের উপর গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টায় প্রধান অতিথি চাঁদপু হাইমচর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ব্রীজের উদ্বোধন করেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাই চেয়ারম্যান আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, শাহ আলম গাজী, মাহবুব গাজী, সদস্য সোহাগ খানসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসেন আহমেদ।

সম্পর্কিত খবর