চাঁদপুর খবর রির্পোট: চাঁদপৃর জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
৭মার্চ (মঙ্গলবার) ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মরণে চাঁদপুর সরকারি কলেজ বঙ্গবন্ধু মোরাল এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ সহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।