চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬মাচ (সোমবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্ব সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।