চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ.ওয়াদুদ গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ গুরুতর অসুস্থ।তার রোগ মুক্তি কামনায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে সকলে দোয়া ও প্রার্থনা করার জন্য আহ্বান করা হয়েছে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ গত ৪ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টায় স্টেডিয়াম রোটাস্হ নিজ বাস ভবনে মাথা ঘুরে পরে জান। এ কারণে তিনি শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক আঘত প্রাপ্ত হয়ে আহত হন।

বিশেষ করে ডান হাতের ও ডান পাজরে মারাত্মক জখম হন। তাৎক্ষণিক চিকিৎসা গ্রহন করার পরে গত ৫ মার্চ রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর জখমের গুরুত্ব বিবেচনায় চিকিৎসার ব্যবস্হা দিয়েছেন।

তাকে পক্ষকালের জন্য নীর বিচ্ছিন্ন ভাবে চলা ফেরা ও সকল কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। যাহা দ্রুত সুস্থ হবার জন্য বাধ্যতামূলক। তাহার এ অসুস্থতার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা চাওয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর