স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও শুভানুধ্যায়ীসহ শিক্ষানুরাগীদের ব্যাপক উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধন করেন কলেজ গভনিং বডির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড, মীজানুর রহমান।
বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রানবন্ত পরিবেশে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন কলেজ প্রতিষ্টাতা, অত্র এলাকার কৃতি সন্তান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান, শ্রদ্ধা জানান জাতীয় চার নেতাসহ দেশের স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদদের প্রতি।
তিনি বলেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করেন তারা দেশ প্রেমিক নাগরিক হতে পারেন না।
ফরাক্কাবাদ ডিগ্রী কলেজ আজ শিক্ষক অভিভাবক ছাত্র কলেজ পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার মোঃ নেওয়াজের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,
কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, দাতা সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আব্দুর রব ভূঁইয়া, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা শাহাদাত হোসেন, এস, এম মফিজুর রহমান, বিদোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক মজুমদার, ড, আব্দুল্লা আল- আমিন, সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যেৎসাহী সদস্য মোঃ রুহুল আমিন মিজি,
অভিভাবক সদস্য মোঃ হান্নান মিজি, মোঃ সেলিম পাটওয়ারী, মোঃ ইব্রাহীম খান, হিতৈষী সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ তালুকদার, স্বাচিবের মহাসচিব অধ্যাপক ডাক্তার মোঃ কামরুল হাসান মিলন, বিশিষ্ট সংগঠক মোঃ আতিকুর রহমান, জি এম কাদের, কামাল হোসেন সেলিম, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডঃ জহিরুল ইসলাম জহির, অ্যাডঃ আহসান হাবিব, নুরুল ইসলাম মিয়াজী, দেবাশীষ কর মধু, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মাহফুজ বেপারী, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান ভূঁইয়া কালু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস আর অনুষ্টান সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
উদ্বোধনী পর্ব শেষে ছাত্র্ ছাত্রীদের ব্যাপক অংশ গ্রহনে বেশ কয়েকটি ইভেন্টের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর মধ্য লক্ষনীয় প্রতিযোগিতা ছিল কলেজের নিজস্ব দিঘীতে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা, যা বর্তমানে একরকম বিলুপ্ত হওয়ার পথে (পুকুর ও জলাশয়ার অভাবে) এবং দীঘিতে ভাসমান হাঁস ধরার প্রতিযোগিতা। যা উপস্থিত সকলেই প্রানভরে উপভোগ করেন। অতিথিদের সন্মানার্থে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত কন্ঠ শিল্পী এস ডি রুবেলসহ বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় কন্ঠ শিল্পীগন। প্রতিটি অনুষ্টানকে ঘিরে ছিল উৎসবের আমেজ।